যশোর জেলার মণিরামপুর উপজেলাধীন ১৩ নং খানপুর ইউনিয়নের গোপালপুর কাড়ার সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর স্কুল এন্ড কলেজ অবস্থিত। ১৯৪০ সালে স্থাপিত এ প্রতিষ্ঠানটি ২০১২ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। গ্রামীন মনোরম পরিবেশে প্রাইড বেষ্টিত বিস্তৃত খেলার মাঠের পশ্চিম ও উত্তর পাশদিয়ে নির্মিত পুরাতন ও নতুন অবকাঠামো গুলি মোটামুটি দৃশ্যমান। উপজেলার প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এখানে আছে একটি ডিজিটাল ল্যাব, স্কুল অব ফিউচার বিজ্ঞানাগার, পাঠাগার, সততা স্টোর একটি শিক্ষক মিলনায়তন ও প্রশস্ত হলরুম। পুরো ক্যাম্পাস প্রশাসনিক কক্ষ ও শ্রেণি কক্ষ ৩০টি সিসি ক্যামেক দ্বারা নিয়ন্ত্রিত। এ প্রতিষ্ঠানে বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। ৪২ জন শিক্ষক কর্মচারি কর্মরত। শিক্ষক ও শিক্ষার্থীদের রয়েছে নির্ধারিত ড্রেস কোড। পাবলিক পরীক্ষার গুনাগুণ মোটামুটি সন্তোষজনক।